ফেসবুকে নবী করীম (সা:) কে কটুক্তি করায় এক তরুণ কে পিটিয়েছে উত্তেজিত জনতা
অবশেষে সেনাবাহিনী এসে তা নিয়ন্ত্রণ করেন
মোঃ আনোয়ার উল্লাহ (শরিফ)
চরফ্যাশন উপজেলা (বিশেষ প্রতিনিধি)
প্রকাশ ৫ সেপ্টেম্বর ২০২৪
ফেসবুকে নবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকে এক তরুণকে পিটিয়েছে উত্তেজিত জনতা।
বুধবার রাতে পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে উপ-পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানিয়েছেন।
উৎসব মণ্ডল নামের ওই তরুণ খুলনার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পিটুনিতে ওই তরুণের নিহত হওয়ার কথা নগরজুড়ে ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী সেটি নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন শিক্ষার্থী বুধবার রাত পৌনে ৮টার দিকে উৎসব মণ্ডলকে উপ পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। তাদের অভিযোগ ছিল, উৎসব মহানবীকে (সা.) নিয়ে ফেইসবুকে কটূক্তি করেছেন।
বিষয়টি জানাজানি হলে শত শত লোক ওই কার্যালয় ঘেরাও করে। তারা উৎসবকে তাদের হাতে তুলে দিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা কার্যালয়ে ঢুকে উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।
ওই সময় স্থানীয় মসজিদের মাইকেও তরুণের নিহত হওয়ার তথ্য প্রচার করে উত্তেজিত জনতাকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ধীরে ধীরে ওই এলাকা ত্যাগ করে।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?