Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিদিন জোরালো কর্মী সমাবেশ পরিচালনা করছে। নন্নী ইউনিয়নের মোট নয়টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে ১, ২, ৪ ও ৯ নং ওয়ার্ডে কর্মী সমাবেশ শেষ হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ৫ নং ওয়ার্ডে পরবর্তী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা থেকে শুরু হওয়া সমাবেশগুলোতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে উচ্ছ্বাসপূর্ণ স্লোগান দিয়ে মাঠ মুখরিত করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নন্নী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হামিদুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি আবুল কালাম মেম্বার, মোফাচ্ছেল হোসেন, ইসকন্দার আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম কামাল (মাস্টার), স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আ. জলিল, ইউনিয়ন যুবদল নেতা রাসেল সরকার, নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসাইন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।
কর্মী সমাবেশে উপস্থিত থাকেন নন্নী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, কালাকুড়া নেসারিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাজী আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো. শাহীন আলম, ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল ইসলাম উজ্জল, হাফিজুর রহমান, মাসুদ রানা, আজিম মোল্লা, রোকনুজ্জামান রাসু, মিনহাজ মোরসালিন মুক্তা, মাহবুব, রুবেলসহ অন্যান্য নেতা ও সমর্থকরা। এছাড়াও উপস্থিত থাকেন স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাফিজুর রহমান, সোহেল মিয়া প্রমুখ।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের কয়েক শত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার অংশ নেন। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়।
শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী জনগণের কন্ঠ’কে বলেন, ‘আমি জানতে পেরেছি ২নং নন্নী ইউনিয়নে কর্মী সমাবেশ চলছে। এই দৃশ্য দেখে আমি সন্তুষ্ট। নালিতাবাড়ীর সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতিকে সমর্থন জানাচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।