Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী সভা করেছে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপি।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে নন্নী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদলাকুচি গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান আব্দুল্লাহ, নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা একেএম মাহবুবুর রহমান রিটন।
বিএনপি নেতা কামাল পারভেজ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে নন্নী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোফাচ্ছেল হক, সহ-সভাপতি আবুল কালাম মেম্বার, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সিরাজুুল ইসলাম মানিক প্রমুখ।
এছাড়াও নির্বাচনী সভায় আগতদের মধ্যে থেকে অনেকে বিগত দিনে ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।