বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদী থেকে বস্তাবন্দি মানবদেহের অংশ উদ্ধার
মোঃ গোলাম রব্বানী তালুকদার,বগুড়া, শিবগঞ্জ:বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংনাই নদী থেকে এক বস্তাবন্দি অবস্থায় মানবদেহের একটি অংশ (পা) দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে ভেসে আসা বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পান। পরে তারা বস্তা খুলে ভেতরে মানুষের কাটা পা দেখতে পান।খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত দেহাংশ থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য তা মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।