ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি,
নওগাঁয় অগ্নিকান্ডে বাবা ও তিন ছেলের মোট ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। অগ্নিকান্ডের এঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে। ঐ গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মোঃ আলতাব হোসেন জানান, তিনি ও তার পরিবার প্রতিদিনের মতো গতকাল শুক্রবার দিনগত রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হলে তিনি ঘুমথেকে জাগনা পান। এসময় আগুনের লেলিহান শিখায় চোঁখের সামনে নিমিষের মধ্যেই তার নিজের এবং তার ৩ ছেলে আতিক বাবু, মেসবাউল হক ও সাখাওয়াত হোসেন এর ঘর-বাড়ি, আসবাব পত্র, ধান চাল, কাপড়চোপড়, হাঁস মুরগী, টাকা পয়সা সব পুড়ে ছাঁই হয়ে যায়। এতে আনুঃ প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার সম্পদ পুড়ে ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্র পাত হয়ে থাকতে পারে।