ফেরদৌস ফরাজি |ব্যবস্থাপনা পরিচালক, জনগণের কন্ঠ
সভাপতি কর্তৃক মাদ্রাসা শিক্ষককের পা কেটে নেয়ার হুমকি দেয়া হয়। উক্ত ঘটনাক কেন্দ্র করে শানে সাহাবার চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার তার ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান।
এটি গতকাল গাজীপুরের কোনাবাড়ি থানায় ওসি সাহেবের অফিসে একটি আপোষ-মিমাংশা বৈঠকের দৃশ্য। সম্প্রতি কোনাবাড়ি থানার জরুন এলাকায় মাদরাসা সভাপতি মুহতামিম সাহেবকে পা কে’টে নেয়ার হু’ম’কি দেন। তাঁকে জোরপূর্বক বিদায় করার ঘোষণা দেন। অভিযুক্তের বক্তব্যমতে বেচারা মুহতামিমের অপরাধ হল; তিনি সভাপতির কথামতো চলেন না। হু’ম’কি’রপর মুহতামিম সাহেব শানে সাহাবার দ্বারস্থ হন। আমরা আইনী পদক্ষেপ হিসেবে ভিকটিমকে দিয়ে থানায় জিডি করাই। ওসি সাহেব আমাদেরকে উপযুক্ত সহায়তা প্রদান করেন।
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন আলেমদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিগত দশ বছর যাবত কাজ করছে। সমাজের যতবড় প্রভাবশালী হোক, আলেমদের উপর জুলুম অবিচার করলে শানে সাহাবার দায়িত্ব হল; তাঁকে আইনী বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
এখানেও আমরা সেটাই করেছি। গতকালের অভিযুক্ত ব্যক্তি স্থানীয় থানার সবচেয়ে ধনাঢ্য ও প্রতাপশালীদের অন্যতম। শানে সাহাবা কোন প্রতাপশালী প্রভাবশালীকে অতীতেও ছাড় দেই নি, ভবিষ্যতেও দিবো না। ইনশাআল্লাহ। গতকাল সেটা আরও একবার প্রমাণিত হল। অপরাধী তাঁর ভুলের জন্য অনুতপ্ত হন। ভবিষ্যতে এমন ভুলের পূণরাবৃত্তি ঘটাবেন না বলে প্রতিশ্রুতি দেন।
আমরা আশাকরি আগামীদিনে সভাপতি ও মুহতামিম সাহেবের সম্পর্ক আরও মধুর ও ভালোবাসার হবে ইনশাআল্লাহ।