শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা তদন্তকেন্দ্রের একটি টিম জয়পুর–বগুড়া মহাসড়কের পাশের কলাবাগান এলাকায় এ অভিযান চালায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে গণেশপুর হযরত হুমায়ুন কওমি হাফিজিয়া মাদ্রাসার পূর্ব পাশে, প্রায় ৩০০ গজ দূরে জনৈক বুলু মিয়ার কলাবাগানে ৯/১০ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে দ্রুত অভিযানে যায় পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
একটি সবুজ রঙের হাইড্রোলিক কাটার,দুটি লোহার রড,একটি সাদা রঙের রশি,কাঠের বাটযুক্ত দুটি পুরাতন হাসুয়া,দুটি বাঁশের লাঠি,একটি ধারালো ছোরা
গ্রেপ্তারকৃতরা
১। মো. শাহিন মিয়া (৩২), পিতা—মো. লুৎফর রহমান, গ্রাম—মোস্তফাপুর
২। মো. মিস্টার আলী (২৫), পিতা—মো. আনারুল ইসলাম, গ্রাম—উত্তর শ্যামপুর
৩। মো. মামুন মিয়া (২৬), পিতা—মো. সাহারুল ইসলাম, গ্রাম—জামালপুর
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।