Oplus_131072
তাওহিদুজ্জামান (রোমান)
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ
আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের “রাষ্ট্র মেরামতের ৩১ দফা”র লিফলেট বিতরণ ও নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক দুলাল চৌধুরী।
রোববার (২ নভেম্বর) দিনব্যাপী তিনি নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন ও ১নং পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন ছোট-বড় হাটবাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি জানান, তার নির্বাচনী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ১০ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে অন্তত ১০ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি বলেন, “এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে ওইসব বেকার যুবকদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থাও করা হবে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি ওইসব যুবকদের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করা জরুরি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তলে কাজ করতে হবে।”
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে দুলাল চৌধুরীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া মাকসিম, নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ২নং নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক উমর ফারুক, ৪নং নয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ৬নং কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফজর আলী দেওয়ান, ৮নং রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সরকার, ৯নং মরিচপুরান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. শহীদ, ১০নং যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, ১২নং কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম রানা প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া মাকসিম বলেন, “দুলাল চৌধুরী আমাদের দলের একজন যোগ্য, পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাঁর নেতৃত্বে নালিতাবাড়ী–নকলা আসনে বিএনপি নতুন উদ্দীপনা ও শক্তি ফিরে পেয়েছে।”
অন্যদিকে ২নং নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা তৃণমূল পর্যায় থেকে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।”