ভোলায় 'সিটি ব্যাংকের' টাকা আত্মসাৎ , বিপাকে গ্রাহক
১১ কোটি টাকা আত্মসাৎ
মোহাম্মদ আনোয়ার উল্লাহ শরিফ
চরফ্যাশন উপজেলা (বিশেষ প্রতিনিধি)
চরফ্যাশনের সিটি এজেন্ট ব্যাংকিং ও এশিয়ান মাল্টিপারপাস লিমিটেড এর মালিকের বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাধাদের ঘটনায় এলাকায় তোলপাড়
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জাকির হোসেন সাবেক চরফ্যাশন বাজার ব্যবসায়ীর সেক্রেটারি ছিলেন। সাবেক আওয়ামী লীগের আমলে সেক্রেটারি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে উল্টাপাল্টা বিচার করে বাজারের বিভিন্ন স্থান হতে বিভিন্ন মাধ্যমে টাকা আত্মসাৎ করে অল্প কিছুদিনের ভিতর হয়ে ওঠেন নামে বেনামে বহু ধন সম্পদের মালিক।
তার নামে চরফ্যাশন বাজারে বিভিন্ন জায়গায় দোকান ভিটা, জায়গা জমি এমনকি তার নামে ঢাকা তে দুইটি বাড়ি রয়েছে।
সে চরফ্যাশন সিটি এজেন্ট ব্যাংকের ও এশিয়ান মাল্টিপারপাস লিমিটেড এর স্বত্বাধিকারী। এজেন্ট ব্যাংক খুলে গ্রাহকদের উচ্চ লাভের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেন।
গ্রাহকরা তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ব্যাংকে টাকা জমা রাখেন। কিন্তু সময়মতো সুযোগ বুঝে তিনি সেই টাকা আত্মসাৎ করেন
স্বৈরাচার সরকার পতন হওয়ার পর স্বৈরাচার লীগের সাবেক চরফ্যাশন বাজারের বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও সিটি এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ জাকির হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বিপর্যস্ত গ্রাহকরা ব্যাংকে এসে তাদের ন্যায্য অর্থ ফেরত পাওয়ার দাবি করলে ব্যাংকের কর্মচারীরা সমস্যার মুখে পড়েন। তারা গ্রাহকদের বিভিন্ন মেয়াদে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে এখনো পুরো বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া চলছে।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?