হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সব খালাস

৫ ফেব্রুয়ারি, ২০২৫

Feb 5, 2025 - 07:28
 0  9
হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সব খালাস

৩২ বছর আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫ আসামিকেবুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। আদালত তাদের পর্যবেক্ষণে বলেন, ৩ দশক আগে অনুষ্ঠিত এই মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং এর ভিত্তি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলেন, নিম্ন আদালতের রায় ছিল অত্যন্ত কঠোর এবং অমানবিক।ও খালাস দেয়া হয়েছে।আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।এ ঘটনাটি চলতি বছরের ৩০ জানুয়ারি ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সিদ্ধান্ত হয়। আলোচিত এই মামলায়, ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন। এই মামলায় অভিযুক্ত সকলেই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন। উল্লেখযোগ্য, এই মামলায় ৫ জন আসামি মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বিরোধীদলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ওই বছর ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করেন তিনি। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থা লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow