জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. কামরুল আহসান
মো : ফারুক আহম্মেদ, সাভার, ঢাকা: গত ৭ই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলমের পদত্যাগের করেন।
৮ই সেপ্টেম্বর, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮ তম নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাবির দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান।
গত বৃহস্পতিবার এই মর্মে শিক্ষামন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে এবং জাবির আদেশ আনুযায়ী অধ্যাপক ড. কামরুল আহসানকে ৫ শর্তে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।
১। উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
২। উপর্যুক্ত পদে তিনি তার পদের সমপরিমান বেতনভাতা পাবেন।
৩। তিনি বিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।
৪। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাহি কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয় থাকবেন।
৫। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে এ নিয়োগ বাতিল করতে পারবেন।
What's Your Reaction?