নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেপ্তার ২

Jan 4, 2025 - 13:37
Jan 4, 2025 - 14:03
 0  9
নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেপ্তার ২

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অপরজন হলেন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী গোলকিপার রবিন।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে বিল্লাল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগ এবং মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা রয়েছে।

অপরদিকে, গোলকিপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মানুপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিল্লাল চৌধুরীকে এবং নালিতাবাড়ী শহর থেকে গোলকিপার রবিনকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow