ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি, (মোহাম্মদ আমানত হোসাইন) চট্টগ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। (১১ সেপ্টেম্বর),বুধবার রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুরে এ ঘটনা ঘটে। নিহত হন নুরুল হক চৌধুরী (৭০)।তিনি অত্র ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহতের ঘঠনা সম্পর্কে বড়উঠান ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন,‘নিহতের দুই সন্তান প্রবাস থেকে আসার পর থেকেই জমির ভাগ নিয়ে বিরোধ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই তিনি খুন হতে পারেন।’স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে নিহতের দুই সন্তান নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫) প্রবাস থেকে ফেরার পরে, পিতা-সন্তানদের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগ বন্টন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াঝাটিও হয়। বুধবার সন্ধ্যার দিকে আবারও এ জায়গা-জমি নিয়ে ঝগড়াঝাটি শুরু হলে এক পর্যায়ে ঘরের মধ্যে চিৎকারের আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তখন ঘটনা স্থলে নুরুল হক চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ কে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,‘খবর পেয়ে আমাদের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিক ভাবে মরদেহ তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Sep 12, 2024 - 05:39
Sep 12, 2024 - 05:43
 0  8

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Md.Amanat Hosain সত্য প্রচারে নির্ভিক,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের জীবন কে উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত