সাদিয়ানী সন্ত্রাস বাহিনীর ২৯ জনের নামে মামলা
আনোয়ার উল্লাহ (শরিফ)
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: ২০ শে ডিসেম্বর ২০২৪
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে 'সাদিয়ানী সন্ত্রাস বাহিনী' মূল ধারার তাবলিগ জামাতের অনুসারীদের উপর রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা ও আহত করায় ২৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আলেম-উলামাদের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুবুর রহমান জানান, মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা সাদের অনুসারীরা ২০ ডিসেম্বর থেকে পাঁচদিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন। কিন্তু আলেম-ওলামাদের সিদ্ধান্ত মোতাবেক তাদের জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেন। এর জেরে সাদিয়ানি সন্ত্রাসী বাহিনী বুধবার ভোর ৩ টার দিকে লাঠি, হকি, ধামা, বগি, ছুরি ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মাঠে থাকা আলেম-ওলামাদের সাথীদের উপর অতর্কিত হামলা করে। এতে চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।
এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে মাঠের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?