চট করেই দেশে ঢুকবে শেখ হাসিনা! ফাঁ'স হলো হাসিনার কল রেকর্ড!

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের কাছেই আছি, চট করেই দেশে ঢুকবো।

Sep 12, 2024 - 19:22
Sep 12, 2024 - 20:04
 0  225
চট করেই দেশে ঢুকবে শেখ হাসিনা! ফাঁ'স হলো হাসিনার কল রেকর্ড!

মো.সাইদুর রহমান সোহাগ (ঢাকা জেলা প্রতিনিধি)

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪।

ওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে যেতে পারি। সম্প্রতি ১০ মিনিট ১ সেকেন্ডের এক ফোনালাপ থেকে এ তথ্য জানা গেছে যা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তানভীর নামে ওই নেতা বিদেশে বসে দেশের নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘তুমি যেখানে আছো, সেখানে বসেই সহায়তা করো।’ এর আগে তিনি বলেন, ‘যত মামলা নেতাকর্মীদের নামে হয়েছে তা সবাই মার্ডার কেস।’ আইনজীবীদের বিষয়ে শেখ হাসিনার কাছে পরামর্শ চাইলে তিনি সকল আইনজীবীকে একত্র হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন। ওই কথোপথন থেকে জানা যায় যে নেতা শেখ হাসিনা ফোন দিয়েছিলেন তিনি যে দেশে রয়েছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চললে। শেখ হাসিনা ওই নির্বাচনে নেতাদের সাহায্য করতে বলেন এবং দেশের বিষয়ে তিনি তাদের জানিয়ে রাখতে বলেন। পরে জানা যায়, তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেদে দিয়ে বলেন, আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি। আমরা আছি আপনার জন্য। এসময় শেখ হাসিনা বলেন, ‘আমি দূরে নেই। আমাদের দেশের অনেক কাছাকাছি আছি যাতে চট করেই ঢুকে পড়তে পারি।’ পরে শেখ হাসিনা তাকে বলেন, ‘এখন দেশে গেলে মামলা দিয়ে দেবে। পরে কিছুই করতে পারবা না। আমার নামে ১১৩টা মামলা।’ এ সময় শেখ হাসিনা মামলা বিষয়ে জাতিসংঘকে জানানোর বিষয়েও কথা বলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow