এই ভদ্র মহিলাটি সমাজের পরিবেশ দূষণ করা সহ সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে প্রতিনিয়ত।
এই ভদ্র মহিলাটি সমাজের পরিবেশ দূষণ করা সহ সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে প্রতিনিয়ত। এই ভদ্র মহিলাটি তার খামারের গরুর মলমূত্রগুলো ও আবদ্ধ রাখা চুনা পানি এই মলমূত্রের ট্যাংকি থেকে নিয়ে গ্রামের কবরস্থানের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলছে প্রতিনিয়ত। এতে করে উল্লেখ্য কবরস্থানের রাস্তাটি এতটাই দুর্গন্ধ হয়ে থাকে যে একটি মানুষের মৃত্যু পর তার দাফন কার্য শেষ করার জন্য লাশের খাটিয়াটি নিয়ে যেতে পারে না উল্লেখ্য রাস্তা দিয়ে। আর এই অসামাজিক জঘন্য কাজটি করার জন্য উনারই কিছু শুভাকাঙ্ক্ষীরা এই ভদ্র মহিলাকে পরিবেশ দূষণ করার জন্য উপদেশ দেয় এবং সেই সাথে গ্রামের কবরস্থানের রাস্তার পাশে ওই শুভাকাঙ্ক্ষীরা তাদের জমিতে জায়গা দেয় এবং বলে গরুর মলমূত্র ও আবদ্ধ রাখা চুনা পানি এবং বিভিন্ন আবর্জনা এখানে ফেলো। এতে করে কবরস্থানের রাস্তা সহ গ্রামের পরিবেশ দূষণ করছে প্রতিনিয়ত। এবং সমাজের ও আশপাশের মানুষের ভিতরে রোগ জীবাণু ছাড়াচ্ছে। এই ভদ্র মহিলাটির নামঃ রাজুকা (৪০) সামীর নামঃ আসান (৪৫) । ইউনিয়নঃ ৯ নং ওর্য়াড- মাখালডাঙ্গা, গ্রামঃ ঠাকুরপুর, কবরস্থান পাড়া।

What's Your Reaction?






