ভারতে মাছ রপ্তানিতে চওড়া ভোলার ইলিশের বাজার।।
মো:শাহিন/জনগনের কন্ঠ প্রতিনিধি :
ক্রেতা শাহে আলম, আ. রহিম ও জুলফিকার আলী বলেন, নদীতে জেলেরা ঠিকমতো মাছ পাচ্ছেন, বাজারেও পর্যন্ত মাছ আছে, তবুও দাম বেড়েছে। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণা মাছের বাজার এখন অস্থিতিশীল। ইলিশ দাম তো নাগালের বাইরে চলে গেছে। সিন্ডিকেট না ভাঙলে ক্রেতারা ইলিশ কিনে খেতে পারবে না। এদিকে শুধু স্থানীয় বাজারেই নয়, আড়ৎ গুলোতেও বেড়েছে মাছের দাম। তবে অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে। আড়ৎ ঘুরে জানা গেছে, গেল সপ্তাহে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছিল প্রকারভেদে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। তবে রপ্তানির খবরে দাম বেড়েছে। বর্তমানে ভোলার বাজারে ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা দরে। ইলিশা ঘাটের আড়ৎ দার মো. সাহাবুদ্দিন জানান, আগের তুলনায় ইলিশের দাম কিছুটা বেড়েছে। কিন্তু জেলেরা ঠিকমতো দাম পাচ্ছেন না। সিন্ডিকেট চক্রের দখলে আড়ৎ এর ইলিশ। সামনের দিকে দাম কমার সম্ভাবনাও দেখছি না।সমান তালে দাম বাড়ছে ভোলাের বিভিন্ন ঘাটে।যেমন-চরফ্যাশনের আট কপাট,সামরাজ বাজার, কচ্চপিয়া, মনপুরা বিভিন্ন ঘাটেও মাছের দাম বেশি।
জনগনের কন্ঠ.কম
What's Your Reaction?