শেরপুরে হিটস্ট্রোকে মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু: পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া

Sep 23, 2024 - 19:30
Sep 23, 2024 - 19:42
 0  33
শেরপুরে হিটস্ট্রোকে মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু: পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া

তাওহিদুজ্জামান রোমান, বার্তা সম্পাদক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের বাসিন্দা এবং পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রহিমা আক্তার অনামিকা (১৫) রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয় এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রহিমার বাবা গোলাম রাব্বানী অপু জানান, রবিবার সকাল থেকেই অনামিকার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পূর্ব থেকেই তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যালাইন দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নালিতাবাড়ী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ বলেন, রহিমা অসুস্থতার কারণে দুই দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। মেধা, পরিশ্রম ও নিষ্ঠার কারণে সে বিদ্যালয়ে শিক্ষক ও সহপাঠীদের খুব প্রিয় ছিল। তার এই অকাল মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

এদিকে, চলমান তীব্র তাপদাহের কারণে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জনগণকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow