শেরপুরে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪

Sep 26, 2024 - 12:55
 0  12
শেরপুরে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এক চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে চালক সুলতান মিয়ার ওপর আক্রমণের পরপরই স্থানীয় জনগণ সন্দেহভাজনদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন (১৮), শাহিন মিয়ার ছেলে মনিরুজ্জামান (১৫), মোবারকের ছেলে শান্ত (১৪) এবং নালিতাবাড়ীর ডহরিয়াপাড়া গ্রামের রহিদুলের ছেলে তারেক (১৮)।

সূত্র জানায়, অটোরিকশা চালক সুলতান মিয়া বুধবার রাত ৯টার দিকে নালিতাবাড়ীর আন্ধারুপাড়া থেকে নয়াবিলের উদ্দেশ্যে রওনা হন। উঁচু ব্রিজ এলাকায় যাত্রীবেশে চারজন দুর্বৃত্ত তার অটোরিকশায় উঠে। কিছুক্ষণ পর তারা সুলতানের গলায় চাকু দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। তবে সুলতানের চিৎকার ও প্রতিরোধে তারা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পরপর গড়াকান্দা এলাকায় অটোরিকশায় আসা তারেকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

অন্যদিকে উপজেলার বাঘবেড় এলাকায় তিনজনকে একটি অটোরিকশায় অপেক্ষা করতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদেরও আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের পায়ে জুতা না থাকা ও আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের নির্দোষ বলে দাবি করলেও প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow