দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী
তাওহিদুজ্জামান রোমান, সম্পাদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরেছেন দেশের অন্যতম প্রিয় ইসলামিক বক্তা ও আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী। আল্লাহর অশেষ রহমতে, সুস্থভাবে স্বদেশের মাটিতে পা রাখার পরই তার লক্ষাধিক ভক্ত ও শ্রোতাদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেছে। তার প্রত্যাবর্তনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসার বন্যা।
মাওলানা আজহারী শুধুমাত্র বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার প্রজ্ঞাময় ইসলামিক আলোচনা ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনার জন্য সুপরিচিত। বিভিন্ন দেশের মসজিদ ও ইসলামিক সম্মেলনগুলোতে তার নিয়মিত উপস্থিতি, শান্তির বাণী প্রচার, এবং ইসলামী শিক্ষা নিয়ে তার অসাধারণ ভূমিকা বিশ্বজুড়ে সমাদৃত। তবে, কিছু পারিপার্শ্বিক কারণে গত কয়েক বছর তিনি বাংলাদেশ থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তার ফিরে আসা ইসলামিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
ভক্তদের প্রত্যাশা, মাওলানা আজহারী তার পূর্বের মতোই বাংলাদেশের বিভিন্ন ইসলামিক মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার বুদ্ধিদীপ্ত আলোচনা ও ইসলামের শান্তি এবং ঐক্যের বাণী ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করবেন। দেশের ধর্মপ্রাণ মানুষদের মনে তার এই প্রত্যাবর্তন নতুন আশার আলো জ্বালাবে বলে মনে করছেন অনেকেই।
ইসলামিক মাহফিল ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তার আসন্ন উপস্থিতি নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সকলের প্রত্যাশা, মাওলানা আজহারীর এই সফর দেশের ইসলামী জাগরণকে আরও ত্বরান্বিত করবে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বকে দৃঢ় করবে।
What's Your Reaction?