শিক্ষাথীকে মারধর, মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন
মোঃ জাক্কার আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শিক্ষাথীকে মারধরের ঘটনায় মহানন্দা সেতুতে টোল প্লাজাই আগুন।চাঁাপাইনবাগঞ্জ পলিটেকনিকের একজন শিক্ষাথীকে মারধরের জেরে মহানন্দা সেতুতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এতে প্রায় দেড় ঘণ্টা চঁাপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দর যান চলাচল বন্ধ ছিল।পলিটেকনিক ইনস্টিটিউটের ওর ছাত্রের নাম মোঃ হুজাইফা ইবনুল সাকিব।হুজাইফা ও স্থানীয় লোকজন জানান সকালে হুজাইফা মোটরসাইকেল তার ইনস্টিটিউটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ মহীউদ্দীন সেতুর টোল আদায়কারীরা তার কাছে টোল চান। এই নিয়ে ওই শিক্ষাথী ও টোল আদায়কারীদের মধ্যে বিতক হয়।এক পযায়ে টোল আদায়কারীরা হুজাইফা কে ছেড়ে দেন।হুজাইফা ক্যাম্পাস গিয়ে সহপাঠী দের বিষয় টা জানালে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে।বিকালে হুজাইফা ফিরার পথে আবার টোল আদায়কারীরা আটকান টোল কমীরা।এই সময় টোল আদায়কারী রা চড়াও হলে ধাক্কাধাক্কি শুরু হয়।এতে হুজাইফা কে লাঠি দিয়ে মারধর শুরু করলে সহপাঠীরা একত্রিত হয়ে তাকে রক্ষা করেন।টোল আদায়কারীরা ধাওয়া করলে তারা পালিয়ে যান।বিকালে দল বেধে এসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে শিক্ষাথীরা।এই সময় পাশে উম্নুক্ত বিসশবিদ্যালয়ে ভাংচুর করে।পরে আইনশিংখলা বাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন ও আগুন নিভান।এই সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষাথীরা রাস্তা অবরোধ করেন।এতে চাঁাপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।পরে সন্ধ্যা ৬ টার সময় পুলিশ ও সেনাবাহিনী এসে যান চলাচলের উপযোগী করে তুলে।এই সময় শিক্ষাথীরা পুলিশ ও সেনাবাহিনীর কাছে মহানন্দা সেতু পুরাপুরি টোল মুক্ত করার অনুরোধ জানায়। চঁাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এসএম জাকারিয়া জানান শিক্ষাথীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।এখন পরিস্থিতি পুরাপুরি সাভাবিক। পরবতী নিদেশনা না দেওয়া পযন্ত টোল আদায় বন্ধ থাকবে।
What's Your Reaction?






