নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা শিক্ষক সমিতি গঠন
মাওলানা রেজাউল করিম নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা শিক্ষক সমিতির উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ফতেজঙ্গপুর মাদ্রাসা হলরুমে মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে এই কমিটির ঘোষণা করা হয়।
আজ বুধবার বিকাল ৫:৩০ মিনিটে ফতেজঙ্গপুর মাদ্রাসা হলরুমে মাদ্রাসা শিক্ষক সমিতি কমিটির ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৭টি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার সহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বসম্মতি ক্রমে গয়ড়া তেতুলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন কে সভাপতি এবং মুক্তিনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারি এক্য জোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি মো. হাফিজার রহমান হাফিজ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. এনামুল হক সহ উপজেলার অন্যান্য শিক্ষকদের মধ্যে ছিলেন ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক বিশিষ্ট মুফাসসিরে ক্বুরআন মাওলানা রেজাউল করিম সাহেব, মিঠাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আনিছুর রহমান সহ অনেকে।
What's Your Reaction?