মা
ডালিয়া শারমিন
২৯/১১/২৩ ইং
তুমি যেন মা ভোরের প্রথম আলো আঁধারিয়া রাতের শেষে।
তুমি যেন মা হাল্কা রোদের বিকেল বেলা তপ্ত রোদের শেষে।
তুমি যেন মা হাজার তারার মেলা সন্ধ্যার শেষে দূর আকাশে।
তুমি যেন মা ব্যস্ত দিনের শেষে ঘুম পাড়ানো পাখি আমার।
সেই তুমিই যেন আবার ক্লান্ত শরীরে মাঝ রাত্রিতে,
দু 'চোখ জুড়েই ঘুম আবার।
What's Your Reaction?