কবিতা: কে জানে গো!
কলমে,
ডালিয়া শারমিন
রচনাকাল- ০৬/০৫/২০ইং
কে জানে গো..
কালবৈশাখী এ ঝড়ের শেষে-
এই আমি আবারও আজ বাইরে বেরুতে পারবো কিনা!
সন্ধ্যে-রাতের তাঁরাদের দিকে তাকিয়ে,
দিনের আালো শেষে;
আবারও এক কাপ কফি খেতে পারবো কিনা!
কে জানে গো..
আগামীকালের সূর্যটাকে,
আবারও আমি দেখতে পাবো কিনা!
আগামীকালের চাঁদের আলো গায় মেখে;
খোলা জানালার পাশে দাড়িয়ে -
গুনগুনিয়ে গাইতে পারবো কিনা!
আগামী দিনটা নিজের মতো করে,
সাজিয়ে গুছিয়ে নিতে পারবো কিনা!
কে জানে গো..
ঝড়ের শেষে কোন প্রিয়জনের সাথে,
মোবাইলে আগামী দিনের মঙ্গল কামনা করে-
বিছানায় ঘুমাতে যেতে পারবো কিনা!
আদৌও বিছানা ছেড়ে রাত্রি শেষে ভোরে,
নতুন স্বপ্ন নিয়ে নতুন করে...
আবারো জেগে উঠতে পারবো কিনা!
কে জানে গো..
এ কথায় শেষ কথা কিনা!
এ দেখায় শেষ দেখা কিনা!
এ লেখায় শেষ লেখা কিনা!
What's Your Reaction?