চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আনোয়ার উল্লাহ শরীফ

Oct 5, 2024 - 14:09
Oct 5, 2024 - 14:23
 0  25
চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জনগণের কণ্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)

শিক্ষকের কন্ঠস্বর :শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার "

শ্লোগানকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস /২০২৪। ভোলার চরফ্যাশন উপজেলা বিশ্ব শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে চরফ্যাশন টাউন হলে ৫ অক্টোবর শনিবার  সকাল ১০ টা ৩০ মিনিটে পালিত হয়েছে। 

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো.ইব্রাহিম খলিল সবুজ এর পরিচালনায় চরফ্যাশন উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার জনাব ন‌ওরিন হক,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চরফ্যাশন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মহা: তাশেম উদ্দিন, চরফ্যাশন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ খলিলুর রহমান, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মহিউদ্দিন।

অন্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান শিক্ষক ও উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি জনাব মাহবুবুর রহমান, এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মজলুম নেতা মাওলানা মোঃ মোস্তফা কামাল, রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হক,চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন, চরমাদ্রাজ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ নিজামুদ্দিন সরমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাজন,জহির রায়হান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মোঃ নাসির উদ্দীন, নুরুল আলম ভূইয়া, অধ্যাপক একে এম সালাউদ্দিন সুমন ও মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের নেতা সামসুদ্দিন টিপু মালতিয়া প্রমুখ। 

এর আগে ওইদিন সকাল দশটায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বজ্রগোপাল টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

একই দিনে সভা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকরা চরফ্যাশন সদর রোডে এক দফা এক দাবিতে ১০ম গ্রেড আমাদের দাবি নয় এটা আমাদের অধিকারের জন্য মানববন্ধন করেন।

জনগণের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow