যে গল্প পাল্টাতে পারে আপনার জীবন

Sep 22, 2024 - 07:58
 0  15
যে গল্প পাল্টাতে পারে আপনার জীবন

মো. সাদিকুল ইসলাম, প্রধান সম্পাদক: কানাডার এক বরফাচ্ছন্ন শীতের রাতে, একজন কোটিপতি তার বাড়ির সামনে এক দরিদ্র বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। কোটিপতি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কেমন করে আছেন? আপনার গায়ে তো কোনো উষ্ণ কাপড় নেই!"

 
বৃদ্ধ মৃদু হেসে বললেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু অনেক দিন ধরে এভাবেই শীতের সাথে মানিয়ে নিয়েছি।"
 
কোটিপতির মন ছুঁয়ে গেল। তিনি বললেন, "অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসছি।"
 
বৃদ্ধ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে বললেন, "অবশ্যই, আমি অপেক্ষা করব।" 

কিন্তু কোটিপতি ঘরে ফিরে গিয়ে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ তার কথা মনে পড়লো। তাড়াহুড়ো করে বাইরে এসে দেখলেন, বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠাণ্ডায় জমে গিয়ে তার মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো। তাতে লেখা ছিল:
"যখন আমার কাছে কোনো উষ্ণ কাপড় ছিল না, তখনও আমি এই শীতে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন, তখন আমি সেই আশায় অপেক্ষা করতে করতে ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে কতটা হতাশ ও দুর্বল করে দিতে পারে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে আমাদের ভালোভাবে চিন্তা করা উচিত। অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন, কারণ এটি কারও জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

শিক্ষা: প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্ব অপরিসীম। মিথ্যা আশ্বাস মানুষের মনোবলকে ধ্বংস করে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow