চরফ্যাশনের ঐতিহ্যবাহী খাসমহল জামে মসজিদে ছাত্র ভাইদের জোর অনুষ্ঠিত
মাওলানা আনোয়ার উল্লাহ শরিফ

জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
চরফ্যাশন ঐতিহ্যবাহী খাসমহল জামে মসজিদে ছাত্র ভাইদের জোর অনুষ্ঠিত হয়।
আজ (৯ অক্টোবর) রোজ বুধবার বিকেল ৫ টা থেকে ৯ টা পর্যন্ত চরফ্যাশন বাজার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় খাসমহল মসজিদে ছাত্র ভাইদের জোর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সর্বশ্রেণীর ছাত্র ভাইয়েরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার তাবলীগ জামাতের আমির মোঃ তৈয়ব সাহেব (রহ) ও অন্যান্য ওলামায়ে কেরাম প্রমুখ গণ।
বক্তারা বলেন, আল্লাহতালা দ্বীনকে অনেক বেশি ভালোবাসেন। দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে দ্বীন থাকবে না তো দুনিয়াও থাকবে না। তাই আল্লাহ তায়ালা তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে লক্ষাদিকের ও বেশি নবী রাসুলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা প্রত্যেকেই এই দ্বীনেরই দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী তার জাতিকে এই কথার দাওয়াত দিয়েছেন যে তোমরা বলো "লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহোন" অর্থাৎ হে আমার জাতি যদি তোমারা বলো "আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে"।
আর আমাদের প্রিয় নবী শেষ নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে দাওয়াত দিয়েছেন তাহলো "লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ" অর্থাৎ হে আমার জাতি তোমরা বলো "আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার বান্দা ও রাসূল"।
বক্তারা বলেন,"এটা নবীওয়ালা কাজ" প্রত্যেক নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের এই কাজটি নবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাজ করেছেন এবং তার উম্মতের উপর এই দায়িত্ব ন্যস্ত করে গিয়েছেন।এই জন্যই আল্লাহ জাল্লা শানুহু এই উম্মতের উপর এই দায়িত্ব ন্যস্ত করে উম্মতকে মর্যাদা সম্পন্ন করেছেন।
তাই প্রত্যেকের জন্য উচিত এই নবীওয়ালা কাজকে উম্মতের মাঝে ছড়িয়ে দেওয়া। সাহাবায়ে কেরামগণ যেভাবে দীনের দাওয়াত পুরা বিশ্বে ছড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন ঠিক তেমনিভাবে এই উম্মতকে নবীওয়ালা কাজকে নিজের জিম্মাদারী মনে করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যাতে করে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?






