কক্সবাজারের পেকুয়ায় অপহৃত স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফের লাশ উদ্ধার

জনগণের কন্ঠ প্রতিনিধি

Oct 11, 2024 - 16:23
 0  216
কক্সবাজারের পেকুয়ায় অপহৃত স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফের লাশ উদ্ধার

শহিদুল ইসলাম (কক্সবাজার জেলা প্রতিনিধি)

কক্সবাজারের পেকুয়ায় অপহৃত স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ (৪৭) হত্যার শিকার হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে তাঁর বসতবাড়ির আঙিনার একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে একটি শিশু পুকুরটিতে বড়শি ফেলতে গিয়ে দুর্গন্ধ পায়। সে বিষয়টি আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা এসে লাশটি দেখতে পান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে, যা পায়ের সঙ্গে ইট বাঁধা অবস্থায় ছিল।

এ ঘটনা জানাজানি হলে, স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সন্দেহজনক সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

মোহাম্মদ আরিফ ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পেকুয়া চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে অপহৃত হন। তিনি পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক এবং মাতবরপাড়া এলাকার বজল আহমদের ছেলে।

আরিফের পরিবারের সদস্যরা জানান, অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরিফের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল, যা সর্বশেষ বুধবার পর্যন্ত চলছিল।

শিক্ষক আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম বলেন, "জায়গাজমির বিরোধের কারণে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তাঁর ভাইয়েরা আমার ভাইকে অপহরণ করে হত্যা করেছেন। হত্যার পর পায়ের সঙ্গে ইট বেঁধে আমাদের বাড়ির আঙিনার পরিত্যক্ত পুকুরে লাশ ফেলে দিয়েছেন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow