নালিতাবাড়ীতে ইউএনও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে ইউএনও’র বাধা

Dec 2, 2024 - 17:01
Dec 2, 2024 - 17:30
 0  6
নালিতাবাড়ীতে ইউএনও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে ইউএনও’র বাধা

তাওহিদুজ্জামান রোমান, বার্তা সম্পাদক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করার সময় ইউএনও’র হস্তক্ষেপে তা পণ্ড হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের উত্তর গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আয়োজন করেন। তিনি জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তার নিজ বাসভবনে আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি ও ইউএনও মাসুদ রানা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বালু ব্যবসায়ী জিলানী ও অপর ব্যবসায়ী হারুন অর রশীকে সংবাদ সম্মেলন করতে বাধা দিয়ে আটক করার চেষ্টা করেন।

এ সময় সাংবাদিকরা ইউএনও’র কাছে জানতে চান, “এই আটক করার জন্য কোনো গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি না?” উত্তরে ইউএনও জানান, বিষয়টি পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

সংবাদ সম্মেলনে ইজারাদার আব্দুল কাদির জিলানী লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, ইউএনও মাসুদ রানা স্বার্থসিদ্ধির জন্য নিয়মবহির্ভূতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন। এছাড়া, নিলামের মাধ্যমে আটকে রাখা ৬ কোটি টাকার বালু মাত্র ৯৪ লাখ টাকায় বিক্রি করে সরকারকে রাজস্ব ক্ষতির মুখে ফেলে নিজে লাভবান হন। তারই নির্দেশে ইজারাকৃত জায়গার বাইরে অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।

বালু ব্যবসায়ী জিলানী আরও অভিযোগ করেন যে, ইউএনও তাকে মিথ্যা মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানি করছেন এবং বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করছেন। এসব অভিযোগের পরপরই ইউএনও মাসুদ রানা এসিল্যান্ড ও পুলিশ ফোর্স নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন এবং সংবাদ সম্মেলনকারীদের উঠে যাওয়ার চেষ্টা করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি তাদের রেখে যেতে বাধ্য হন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মাসুদ রানা তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow