ডাকাতির ঘটনায় মোহাম্মদপুরে ৬ জনকে গ্রেফতার।

গভীর রাতে রাজধানী মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Oct 13, 2024 - 17:29
Oct 13, 2024 - 17:30
 0  12
ডাকাতির ঘটনায় মোহাম্মদপুরে ৬ জনকে গ্রেফতার।

মো.সাইদুর রহমান সোহাগ, ঢাকা জেলা প্রতিনিধি। 

প্রকাশ:১৩ অক্টোবর ২০২৪।

১৩ অক্টোবর রোজ রবিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান -গভীর রাতে রাজধানী মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ অক্টোবর রোজ শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতের ঘটনা ঘটে।মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে -এ কথা বললেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি আরও বলেন, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিলেন, তারা এমনভাবে এসেছিলেন যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নন।

ভুক্তভোগী আবু বকর বলেন, তারা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনো কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow