শেরপুরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Sep 24, 2024 - 23:21
Sep 25, 2024 - 13:09
 0  37
শেরপুরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তাওহিদুজ্জামান রোমান, বার্তা সম্পাদক: শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘর থেকে মো. আল আমিন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। মো. আল আমিন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতের খাবার খাওয়ার পর আল আমিন নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর আর তাকে পরিবারের কেউ দেখেনি। বিকেল তিনটার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে আল আমিন এর ভাতিজা ৭ বছর বয়সী রাহাতকে ঘরে পাঠান আল আমিনের ভাবি। এসময় শিশু রাহাত আল আমিনকে বিছানার পাশে ঝুলতে দেখে মাকে ডাক দেয়।

আল আমিনের বড় ভাই রাজমিস্ত্রী আলম বাদশা জানান, ওই ঘরে মা আর আল আমিন থাকতো। মা কিছুদিন আগে ঢাকায় গেছেন। দুপুর পর্যন্ত আল আমিনের কোন সাড়াশব্দ না পেয়ে আমার স্ত্রী সন্তানকে দিয়ে ডেকে পাঠালে ঝুলন্ত লাশ দেখতে পায়।

তিনি আরও জানান, প্রায় ৭-৮ বছর আগে আল আমিন বিয়ে করেছিল। কিন্তু কয়েক মাস পর ওই সংসার ভেঙে যায়। বর্তমানে সে আমার সাথে রাজমিস্ত্রীর কাজ করত। তবে সে গাঁজায় আসক্ত ছিল। মাস খানেক আগে এলাকায় কয়েকজন যুবকের সাথে মারামারিও করেছে। অবশ্য ওই বিষয়টি উভয়পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছে। আল আমিন কী কারণে মারা যেতে পারে, তা তিনি বলতে পারেননি।

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কেননা ঝুলন্ত মরদেহে রক্তের দাগ, মুষ্টিবদ্ধ হাত এবং এক পা খাটে ও অন্য পা মাটিতে লুটিয়ে ছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow