চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ছে।

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগ যাদুঘরে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

Oct 14, 2024 - 21:13
 0  16
চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ছে।

প্রকাশ:১৪ অক্টোবর ২০২৪।

শাহবাগ থেকে মো.সাইদুর রহমান সোহাগ  বিস্তারিত প্রতিবেদন।

আজ ১৪ অক্টোবর রোজ সোমবার চ্যালেন২৪ এ এক সাক্ষাৎকারে সংস্কার কমিটির প্রধান মুহিদ চৌধুরী বলেন অন্তরবর্তী সরকারের কাছে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ আর মেয়েদের জন্য ৩৭ বছর সুপারিশ করছেন।তবে চাকরিপ্রর্থীরা দ্রুত প্রজ্ঞাপন চায়। এক পর্যায়ে সমন্বয়ক আরিফ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশ সৈরাচার মুক্ত করেছি।কিন্তু বয়সের ফ্রেমে মেধাকে আটকে রাখা কি বৈষম্য নয়!?এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক রুমান কবির, মামুনুর রশীদ রতন,ইবনে তানজীর,সাদ,সাইদুর রহমান সোহাগ,আনোয়ার হোসেন। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল সরকার। গত সপ্তাহে এ কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow