নালিতাবাড়ীতে ৩১ অক্টোবর শুরু হচ্ছে বারোমারী ফাতেমা রাণীর তীর্থ উৎসব ২০২৪
তাওহিদুজ্জামান রোমান, সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত): ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা গারো পাহাড়ের শোভামণ্ডিত শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবছর অনুষ্ঠিত হয় ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ফাতেমা রাণীর তীর্থ উৎসব। আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হবে এই উৎসব।
খ্রিস্টান বিশ্বাসের গভীরতা, মা মারীয়ার প্রতি ভক্তি এবং আধ্যাত্মিক জীবনে প্রার্থনার গুরুত্বের প্রতীক হিসেবে এবারের উৎসবে অংশ নিতে বিপুল সংখ্যক বিদেশি ভক্ত আসবেন। এই বছর তীর্থের মূল সুর "প্রার্থনার প্রেরণা ফাতেমার রাণী মা মারীয়া: যে পরিবার একত্রে প্রার্থনা করে, সে পরিবার একত্রে বাস করে"। প্রতিপাদ্যটি পরিবারে প্রার্থনার শক্তি ও একতার গুরুত্বকে তুলে ধরেছে।
রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী বলেন, এ উৎসবে পাপস্বীকার, পবিত্র খ্রীষ্টযাগ, জপমালার আলোক শোভাযাত্রা, সাক্রামেন্টের আরাধনা এবং নিরাময় অনুষ্ঠানসহ বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। মহাখ্রীষ্টযাগ ও জীবন্ত ক্রুশের পথের মতো বিশেষ আচার-অনুষ্ঠান ভক্তদের খ্রিস্টীয় প্রার্থনা ও বিশ্বাসের শক্তিকে আরও দৃঢ় করবে। উৎসবটি ভক্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে।
তীর্থ নিরাপত্তা কমিটির সভাপতি ফাদার ফিদেলিস নেংমিনজা জানান, উৎসবটি সারা বিশ্বের নিবেদিত খ্রিস্টান ভক্তদের জন্য উন্মুক্ত, যারা পরিবার ও প্রিয়জনদের নিয়ে এখানে এসে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজক কমিটি এবং নিরাপত্তা বাহিনী তীর্থযাত্রীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, তীর্থ উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বরাবরের মতো পুলিশ, র্যাব, বিজিবি, দমকল বাহিনী, আনসার ভিডিপি এবং গ্রাম পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
What's Your Reaction?