শ্রমিক আন্দোলন কতটা যৌক্তিক?

সুযোগ নেয়ার চেষ্টা চলছে কিছু মহলের।

Oct 1, 2024 - 10:45
 0  12
শ্রমিক আন্দোলন কতটা যৌক্তিক?

সাভার প্রতিনিধি(জনগনের কন্ঠ.কম): ৩০ সেপ্টেম্বর, ২০২৪, সোমবার আশুলিয়া মন্ডল গ্রুপের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মালিক পক্ষ্য, শ্রমিক পক্ষ্য ও আইনশৃঙ্খলাবাহীনির কর্মকর্তাদের সাথে আলোচনা সভা হলে মালিক পক্ষ্য শ্রমিকদের দাবি অযৌক্তিক বলেন। তারা অযৌক্তিক দাবি মানতে অস্বীকৃতি জানান। এর পর থেকে শ্রমিকরা অন্দোলন শুরু করে তাদের সাথে যোগদেন অন্যান্য কারখানার শ্রমিকরা এবং তারা সড়ক অবরোধ, ও কয়একটি গাড়ি ভাংচুর করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রথমে চাঠিচার্জ করেন। এক পর্যায়ে অন্দোলনকারীরা পুলিশের উপর ক্ষিপ্ত হলে পুলিশ টিয়ারসেল ও গুলি করে এতে ঘটনাস্থলে ৪ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়।

সাভার এনাম মেডিকেল কলেজে গুলিবিদ্ধ ৩জন শ্রমিকে নিয়ে আসলে কাওসার হোসেন খান(২৭) নামে একজন  শ্রমিককের মৃত্যু হয়।

আজ ০১ অক্টোবর সকাল থেকেই আবারো অন্দোলনে নামে শ্রমিকরা এতে ঢাকা আরিচা মহাসড়ক, আশুলিয়া, টঙ্গি রোডে যানযটের সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পরে সাধারণ শিক্ষার্থী, অফিসগামী ও সাধারণ জনতা।

সুশিল সমাজ এই অন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেন। তারা মনে করেন কিছু মহল দেশের সার্বিক পরিস্থির সুযোগ নিচ্ছেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow