নালিতাবাড়ীর বন্যাদুর্গত মরিচপুরানবাসীর পাশে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. ফরহাদ হোসেন

Oct 20, 2024 - 04:06
Oct 21, 2024 - 06:16
 0  30
নালিতাবাড়ীর বন্যাদুর্গত মরিচপুরানবাসীর পাশে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. ফরহাদ হোসেন

তাওহিদুজ্জামান রোমান
বার্তা সম্পাদক, জনগণের কন্ঠ.কম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মরিচপুরান এলাকার অসংখ্য পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও ব্যক্তিগত সম্পত্তি। বিশেষ করে নিম্নবিত্ত ও দিনমজুর শ্রেণির মানুষেরা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জীবিকা প্রায় ধ্বংস হয়ে গেছে, এবং ঘরবাড়ি ও ফসলের ক্ষতি তাদেরকে চরম সংকটে ফেলে দিয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নালিতাবাড়ীর কৃতি সন্তান ও গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. ফরহাদ হোসেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। রবিবার (২০ অক্টোবর) বিকেলে মরিচপুরান বাজারে ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

হাজী মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং শহীদ আব্দুর রশিদ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ নুরুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর গোলাম কিবরিয়া এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমেন।

ত্রাণ বিতরণের সময় হাজী ফরহাদ হোসেন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট দেখে আমি অত্যন্ত মর্মাহত। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকায় এখানে আসতে কিছুটা দেরি হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ সহায়তা পায়।”

তিনি আরও বলেন, “এই বিপদের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।” বক্তৃতার শেষের দিকে তিনি তার প্রয়াত পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।

হাজী ফরহাদের এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের এমন অসহায় অবস্থায় হাজী ফরহাদ যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

অন্যদিকে, স্থানীয় প্রশাসন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছে। তারা বন্যা মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শিগগিরই পুনরুদ্ধার কার্যক্রমের আওতায় আসতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow