সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
ভোলা প্রেসক্লাবে এনটিভির সাংবাদিক আফজাল হোসেনের নেতৃত্বে হামলা ভাঙচুর ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি এস এম নাহিদসহ দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সুমনের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা এন টিভির সাংবাদিক সন্ত্রাসী আফজাল ও বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতারের দাবী জানান।
ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সদস্য ও বাসসের জেলা প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, সাংস্কৃতিক কর্মী মোঃ বাহাউদ্দিন, ইউনিয়নের সভাপতি মনির হোসেন ও মাকসুদুর রহমান সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ওমর ফারুক,ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি বশির আহমেদ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
উল্লেখ্য, গত (১৭ অক্টোবর) ভোলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে দুপুরের দিকে এন টিভির রিপোর্টার আফজাল হোসেনের নেতৃত্বে ভোরের কাগজ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এস এম নাহিদ এবং একটি অনলাইন পত্রিকার সাংবাদিক জাফরের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা।
এই ঘটনায় রাতে ভোলা প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা প্রেসক্লাবে একটি জরুরী সভার আহবান করে। সবাই বহিরাগতের নিয়ে প্রেসক্লাবে হামলার ঘটনার নিন্দা জানিয়ে আফজলকে আজীবনের জন্য ফ্রেশ ক্লাব থেকে বহিষ্কার করা হয়। গত (১৮ অক্টোবর) শুক্রবার আহত সাংবাদিক এইচ এম নাহিদ নিজে বাদী হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন।
জনগণের কন্ঠে.কম
What's Your Reaction?