তালা উপজেলায় এ বছর অতি বৃষ্টি ও পার্শ্ববর্তী উপজেলার বন্যার পানিতে প্রায় ৫১ টি গ্রাম প্লাবিত

Oct 22, 2024 - 14:25
 0  7
তালা উপজেলায় এ বছর অতি বৃষ্টি ও পার্শ্ববর্তী উপজেলার বন্যার পানিতে প্রায় ৫১ টি গ্রাম প্লাবিত

হৃদয় আহমেদ রাসেল (সাতক্ষীরা জেলা প্রতিনিধি):

তালা উপজেলায় এ বছর অতি বৃষ্টি ও পার্শ্ববর্তী উপজেলার বন্যার পানিতে প্রায় ৫১ টি গ্রাম প্লাবিত হয়ে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে । এবং  মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। কৃষি মৎস্য সড়ক যোগাযোগের অপূরণীয় ক্ষতি হয়েছে । আশু পদক্ষেপ হিসেবে উত্তরণ কেন্দ্রীয় পানি কমিটির ও তালা উপজেলাযুব পানি কমিটির উদ্যোগে তালা উপজেলার প্রায় ৫১টি বন্যা কবলিত গ্রামের পানি নিষ্কাশনের জন্য রাত দিন নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

আজ ২২ অক্টোবর তালা উপজেলার আরশনগর  এলাকায় পানি নিষ্কাশনের কাজ চলমান রহেছে। সেখানে উপস্তিত ছিলেন উত্তরণের পানি কমিটির সদস্য হৃদয় আহমেদ রাসেল, আলামিন, বাবু সহ অত্র এলাকার বাসিন্দারা।           
জলাবদ্ধ এলাকার খাল বিল ও নদী দিয়ে পানি নিষ্কাশনের বিষয়ে উত্তরণ পানি কমিটি ও যুব পানি কমিটি কাজ করে যাচ্ছেন।  
সার্বিক সহযোগিতায়ঃ তালা উপজেলা প্রশাসন , তালা সাতক্ষীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow