সিরাতুন্নবী সাঃ উপলক্ষে ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাতুন্নবী সাঃ উপলক্ষে ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sep 15, 2024 - 20:51
 0  43
সিরাতুন্নবী সাঃ উপলক্ষে ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিয়াম বিন আহমাদ, ফরিদপুর

আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর। বৈরী আবহাওয়া সত্ত্বেও ফরিদপুরের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসায় আয়োজন করা হয় সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মনোরম ও সবুজে ঘেরা পরিবেশে, যা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপি’র পিতার নামে প্রতিষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক জনাব আঃ রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার হারুন অর রশীদ ও জুবায়ের হুসাইনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে ছিলেন মুফতি মোস্তাফিজুর রহমান, বদর উদ্দীন আনসারী, আমীর হুসাইনসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

অনুষ্ঠানের সঞ্চালক আব্দুল্লাহ জোবায়েরের নেতৃত্বে পবিত্র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে কুইজ, রচনা, নাতে রাসূল (সাঃ) এবং বক্তব্য। প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটে ওঠে তাঁদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি।  

শিক্ষক মোঃ তৌসিক মোল্লা তাঁর বক্তব্যে বলেন, "রাসূল (সাঃ) এর জীবনের কষ্ট ও সংগ্রাম আমাদের জন্য একটি শিক্ষা। তিনি তাঁর জীবন দিয়ে প্রমাণ করেছেন, সব কষ্টের মধ্যেও একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন। আমাদের উচিত তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গড়ে তোলা।"  

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow