ইউনাইটেড ফর হিউম্যানিটির উদ্যোগে পুনর্বাসন-২ উদ্বোধন

Oct 27, 2024 - 22:13
Oct 27, 2024 - 22:15
 0  18
ইউনাইটেড ফর হিউম্যানিটির উদ্যোগে পুনর্বাসন-২ উদ্বোধন

তাওহিদুজ্জামান রোমান
বার্তা সম্পাদক, জনগণের কন্ঠ.কম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে ২৭ অক্টোবর, রবিবার, নালিতাবাড়ী স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ফর হিউম্যানিটি (UFH)-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শেফালী বেগমের পুনর্বাসনের উদ্বোধন করা হয়।

পুনর্বাসনের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূপুর আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সাদ আল জুনাইদ, দুর্জয় হাসান শাকিল, মানিক মিয়া, তৌফিক হাসান তুর্য, সাংবাদিক মঞ্জুরুল হাসান, সিজান, জনস্বাস্থ্য অফিস সহকারী মনির হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূপুর আক্তার বলেন, "ইউনাইটেড ফর হিউম্যানিটি বিপদগ্রস্ত মানুষের কথা শুনলেই সবার আগে এগিয়ে আসে। এই সংগঠনটি নালিতাবাড়ীতে এই বন্যায় দুর্গত মানুষের পাশে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন নিয়ে হাজির হয়েছে। আমি এই সংগঠনের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠন যেন ভবিষ্যতেও বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে সেই প্রত্যাশা করছি। আমি আমার পক্ষ থেকে তাদের সাথে সব সময় থাকব।"

এ সময় ইউনাইটেড ফর হিউম্যানিটির সংগঠনের সভাপতি মানিক মিয়া বলেন, "আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বন্যার শুরু থেকেই আছি এবং পুনর্বাসনের জন্য ইতিমধ্যে ১০টি পরিবারের কাজ হাতে নিয়েছি। যা করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow