নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামিদের সমন্বয় সভায় অংশগ্রহণে ক্ষোভ, ১৪৪ ধারায় বিএনপির বিক্ষোভ স্থগিত

Oct 27, 2024 - 12:59
 0  20
নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামিদের সমন্বয় সভায় অংশগ্রহণে ক্ষোভ, ১৪৪ ধারায় বিএনপির বিক্ষোভ স্থগিত

শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রের হত্যা মামলার আসামিদের মাসিক সমন্বয় সভায় উপস্থিতির প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতারের দাবিতে নালিতাবাড়ী উপজেলা বিএনপি রোববার (২৭ অক্টোবর) শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করলে বিএনপি কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মেঘমালা কক্ষে অনুষ্ঠিত উপজেলা মাসিক সমন্বয় সভায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা ও নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার চারজন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল আমীনের নেতৃত্বে বিক্ষোভের আহ্বান জানানো হয়।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীন জানান, “সমন্বয় সভায় কী করে হত্যা মামলার আসামীরা উপস্থিত থাকেন? কেন এখনো পর্যন্ত ওইসব চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়নি? এসব দাবীতে আমাদের বিক্ষোভ কর্মসূচী ছিল। ১৪৪ ধারা জারি করায় তা বাতিল করা হয়েছে।” এসময় তিনি পুলিশের প্রতি অভিযোগ তুলে আরও বলেন, “সম্প্রতি হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও পুলিশ তাদের গ্রেফতার করছে না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, “সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আদৌ মামলার আসামী কি না, বিষয়টি আমার জানা ছিল না। তদুপরি, তাদের গ্রেফতারের এখতিয়ার পুলিশের। তারা যদি মামলার আসামি হয়ে থাকেন তবে মামলার কপি প্রাপ্তি সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব।”

১৪৪ ধারা জারির পর বিএনপি কর্মসূচি বাতিল করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow