আওয়ামী লীগ সমর্থকের বাড়ি দখল করে নিয়েছে যুবদল নেতা

নাজমুল হুদা, গাজীপুর জেলা প্রতিনিধি,

Sep 15, 2024 - 14:29
 0  18
আওয়ামী লীগ সমর্থকের বাড়ি দখল করে নিয়েছে যুবদল নেতা
আওয়ামী লীগ সমর্থকের বাড়ি দখল করে নিয়েছে যুবদল নেতা

আওয়ামী লীগ সমর্থকের বাড়ি দখল করে নিয়েছে যুবদল নেতা।

সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতা রয়েছে এমন অপবাদ দিয়ে ব্যবসায়ীর পাঁচতলা বাড়ির জবরদখল করে নেয়ার অভিযোগ উঠেছে  এক যুবদল নেতা বিরুদ্ধে।ভুক্তভোগী ব্যবসায়ী কবির তালুকদার (৪৫) শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিনের সন্তান। অভিযুক্ত সেলিম আহমেদ(৪২) গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

কবির তালুকদার তার ব্যবসার স্বার্থে আওয়ামী লীগের সমর্থন করতেন বলে জানিয়েছেন। স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পতনের পর শ্রীপুর পৌর এলাকার দারগার চালা গ্রামে কবির তালুকদার কর্তৃক নির্মিত একটি পাঁচতলা বাড়ি জবরদখল করেছেন যুবদল নেতা সেলিম। তাকে ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতার তকমা লাগিয়ে মারধর করে বাড়ি জবর দখলে নেন।

অনুসন্ধানের জানা যায়, বাড়ি দখল প্রসঙ্গে জানতে কবির তালুকদারের ওই বাড়িতে গেলে সেলিমের দূর সম্পর্কের ভাতিজা মানিক ও তার স্ত্রী প্রকাশ্যে কবির তালুকদারের স্ত্রী কে হুমকি দেন। এছাড়া হুমকি সংক্রান্ত অডিও ক্লিপটি ইতোমধ্যে অনলাইনে ভেসে বেড়াচ্ছে।

কবির তালুকদার তার ওই বাড়িটি নির্মাণের জন্য ব্যাংক লোন করেছিলেন, এবং ব্যবসায়িক স্বার্থে তিনি আওয়ামী লীগকে সমর্থন করতেন। আওয়ামী লীগ করেন এবং ডিবি হারুন প্রধানের সাথে তার সখ্যতা ছিল এই অপবাদকে কাজে লাগিয়ে সেলিম আহমেদ বাড়ির যবর দখলের ঘটনাটি সম্পন্ন করেছে বলে জানা যায়। অভিযুক্ত সেলিমের ক্ষমতার দাপট দেখানো এবং লুটপাট প্রসঙ্গে মুখ খোলেন বাড়ির ভাড়াটিয়া ও বাড়ি নির্মাণ কাজ করা কয়েকজন প্রতিবেশীরা।

বাড়ি নির্মাণের শুরু থেকে প্রতিবেশী আব্দুস সোবহান কবির তালুকদার এর কাছে কাঠ বিক্রি করেছেন, তিনি বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার আগেই সেলিম তার ক্ষমতার দাপট দেখিয়ে কবির তালুকদার কে মারধর করে বাড়িতে দখল করে সেখানে মানিক নামের একজনকে থাকতে দেয়। মানিক তার দুঃসম্পর্কের ভাতিজা। বর্তমানে কবির তালুকদার তার নিজ বাড়িতে উঠতে পারতেছে না

এ প্রসঙ্গে এলাকাবাসী জানান, জায়গা ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেও নিজ বাড়িতে যেতে পারছেন না বাড়ির মালিক। এতে আমরা এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সেলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

বাড়ির নিরাপত্তাকর্মী মোঃ শহর আলী জানান, সেলিমের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। পরবর্তীতে সেলিম আমার কাছে গিয়ে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করিনি। আমি সেলিম সহ তার সহযোগীদের বিচার চাই।

এসব বিষয়ে অভিযুক্ত সেলিম আহমেদ বলেন সাবেক ডিবি প্রধান হারুনের সহযোগিতায় কবির তালুকদার বাড়িটি দখল করেন। হাসিনার পতনের পর আমাদের জমি আমরা বুঝে নেই। এ বিষয়ে আমার পিতা আরো বিস্তারিত বলতে পারবেন। সেলিমের পিতা মোতালেব বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে খুঁজে পাওয়া যায়নি।

এসব বিষয়ে উভয় পক্ষই শ্রীপুর থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন আমি গতকাল দায়িত্ব পেয়েছি এ বিষয়ে কিছুই জানা নেই। এ বিষয়ে তদন্ত পরিদর্শকের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরই সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতার অপবাদ দিয়ে অপবাদ দিয়ে ৫ তালা একটি ভবন জবরদখলের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর সোচ্চার হয়। বিএনপি ক্ষমতায় আসার আগে যদি এরকম অপকর্মে লিপ্ত হয়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তাহলে দলটির জন্য ভালো কিছু ইঙ্গিত করছে না বলে দাবি করছেন সচেতন মহল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন গর্হিত কাজের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow