শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খানের নন্নী ইউনিয়ন সফর
তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ইলিয়াস খান শনিবার (২১ ডিসেম্বর) নন্নী ইউনিয়নের বনকুড়া বাজার, আমবাগান বাজার এবং নন্নী বাজার সফর করেন। তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। এ সফরের প্রধান আকর্ষণ ছিল নন্নী বাজারে এক জনাকীর্ণ পথসভা।
নন্নী বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ইলিয়াস খান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নালিতাবাড়ী-নকলা আসনের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমি আপনাদের সহযোগিতায় আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। একইসাথে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
পথসভায় আরও বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরুল আমিন, নয়াবিল ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহ-সভাপতি ইউনুস আলী দেওয়ান, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান বিএসসি ও নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।
পথসভা ও মতবিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, নন্নী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ রুবেল মিয়া, বনকুড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নন্নী ইউনিয়ন বিএনপির নেতা মো. গিয়াসউদ্দিন, শাহ আলম, জিয়া মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনগণের কন্ঠকে বলেন, “এই সফরের মাধ্যমে ইলিয়াস খান জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন।”
What's Your Reaction?