নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব: মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

Jan 8, 2025 - 12:20
Jan 8, 2025 - 18:43
 0  41
নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব: মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সুদের ঋণ পরিশোধ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড় এলাকার মৃত আব্দুস সামাদের তিন ছেলে-শেখ ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে রিকশাচালক তারা মিয়ার সুদের ঋণ পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্রিজপাড়ে দেলোয়ার হোসেনের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শেখ ফরিদ, আলম ও রবিউল দেশীয় অস্ত্র নিয়ে তারা মিয়ার ওপর হামলা চালায়।

এ সময় তারা মিয়ার মামাতো ভাই দেলোয়ার হোসেন ঝগড়া থামাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা দেলোয়ারসহ আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার মারা যান।

বুধবার (৮ জানুয়ারি) নিহত দেলোয়ারের ছোট ভাই বুলু মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদের স্ত্রী খুশি বেগম ও তার মামা ময়দান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow