৭ বছর পর লন্ডনে পৌঁছালেন বেগম খালেদা জিয়া, হিথ্রো বিমানবন্দরে মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ

Jan 8, 2025 - 19:14
 0  10
৭ বছর পর লন্ডনে পৌঁছালেন বেগম খালেদা জিয়া, হিথ্রো বিমানবন্দরে মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ

তাওহিদুজ্জামান রোমান 
সম্পাদক, জনগণের কন্ঠ.কম

দীর্ঘ ৭ বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান, বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মা ও ছেলের দীর্ঘ প্রতীক্ষিত এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। দোহায় যাত্রাবিরতি করে তিনি বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনে পৌঁছান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে, যেখানে তার চিকিৎসা চলবে।

এই সফরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow