মাঘের শীত বাঘের গায়
মাঘের শীতে বাঘ পালায়

২৫ জানুয়ারি,২০২৫ইং, বাংলা ১১মাঘ,১৪৩১, আরবি ২৪ জমাদিউস সানি-১৪৪৬।
মো: ফারুক আহম্মেদ, সাভার, ঢাকা:
বাঘের শীতে বাঘ পালায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সারাদিন সূর্যের দেখা মিলছে না। এর সঙ্গে হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের মধ্যে কাজ করতে বের হয়ে কাজ না পেয়ে ও শীতের মাঝে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা।
শ্রমজীবী আতাউর রহমান জনগণের কণ্ঠ কে বলেন, এক সপ্তাহ ধরে হঠাৎ করে এমন শীত পড়েছে, যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা রোগ বালাই। জ্বর-সর্দি ও কাশিসহ নানা ধরনের অসুখ হচ্ছে। পাশাপাশি ছোট বাচ্চাদের অসুখ-বিসুখও বেড়েছে। এর ওউপর দিনের বেলা হালকা গরম লাগলেও বিকালের পর থেকে শীতের মাত্রা বাড়তে থাকে।
What's Your Reaction?






