মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন মজিবর রহমান চৌধুরী

Jan 11, 2025 - 22:16
Jan 11, 2025 - 22:18
 0  46
মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন মজিবর রহমান চৌধুরী

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান চৌধুরী পেয়েছেন মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড- ২০২৪।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তার সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মো. আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

জানা গেছে, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বছর সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করে।

এবারের পুরস্কারপ্রাপ্ত মজিবর রহমান চৌধুরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে পারি।”

উল্লেখ্য, মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়ে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow