এনসিটিবির নতুন চেয়ারম্যান হলেন শেরপুরের কৃতি সন্তান রিয়াজুল হাসান

এনসিটিবির নতুন চেয়ারম্যান হলেন শেরপুরের কৃতি সন্তান রিয়াজুল হাসান

Sep 1, 2024 - 02:08
Sep 1, 2024 - 21:14
 0  45
এনসিটিবির নতুন চেয়ারম্যান হলেন শেরপুরের কৃতি সন্তান রিয়াজুল হাসান

তাওহিদুজ্জামান রোমান (শেরপুর জেলা প্রতিনিধি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. রিয়াজুল হাসান।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

অধ্যাপক ড. রিয়াজুল হাসান ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিভাগটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এছাড়া এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদেও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ তাকে এনসিটিবি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

অধ্যাপক রিয়াজুল হাসানের জন্ম ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারী। তিনি শেরপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন। ১৪ তম বিসিএস শেষে ১৯৯৩ সালে শেরপুর সরকারী কলেজে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০১৪ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় বছরের ৩ বছরের বেশি সময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow