সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগের ইন্তেকাল, নালিতাবাড়ীতে শোকের ছায়া

Feb 4, 2025 - 19:22
Feb 10, 2025 - 11:04
 0  23
সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগের ইন্তেকাল, নালিতাবাড়ীতে শোকের ছায়া

রকিব মুক্তাদির, নালিতাবাড়ী প্রতিনিধি: নালিতাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক মানবজমিন ও তথ্যধারা পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ আর নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনি-জনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর নালিতাবাড়ী শাহী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগের মৃত্যুতে নালিতাবাড়ীর সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

সাংবাদিকতা জীবনে মাহফুজুর রহমান সোহাগ নালিতাবাড়ী অঞ্চলের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেছেন। তার লেখনী ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। তার মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম জগতে এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সহকর্মীরা।

মহান আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন। আমিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow