ভোলার তজুমদ্দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
আনোয়ার উল্লাহ শরীফ
জননের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
ভোলায় পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু-
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মিম-(১২) রাফিয়া-(১০) মারজিয়া-(৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা ৩ বোন বাড়ির উঠানে খেলা- দুলা করতে ছিলেন। খেলার ছলে একসময় তারা পুকুরপাড় চলে যান। তাদের একজন পুকুরপাড় পানি আনতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়, তাকে তুলতে গিয়ে বাকি দুইজন ও পানিতে পড়ে যায়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাদের মৃত্যুর ঘটনাটি তজুমউদ্দিন থানার ইনচার্জ (ওসি) সাহেব নিশ্চিত করেন।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?