নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেপ্তার

Feb 6, 2025 - 08:22
Feb 11, 2025 - 09:01
 0  19
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেপ্তার

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়ের করা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ফজলুল হক ওরফে আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের মো. সাদ্দাম হোসেন ওরফে সাদেক মিয়া (৩২) এবং একই গ্রামের মো. আব্দুল হান্নান (৪০)।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—উপজেলার পোড়াগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম এবং ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow